কোষ্ঠী কি



জ্যোতিষবিদ্যা মতে কোষ্ঠী হলো- জন্মস্থানের সাপেক্ষে জন্মকালীন লগ্ন, রাশি, গ্রহ, নক্ষত্রাবস্থানের ভিত্তিতে বিভিন্ন দিক থেকে বিশ্লেষিত ফলাফল; যা জন্ম থেকে মৃত্যু অবধি সম্পূর্ণ জীবনের একটি সম্ভাব্য চিত্র অঙ্কন করতে পারে। এই চিত্র অঙ্কনে একটি পর্যায়ক্রমিক ধারাবাহিক সুশৃঙ্খল পদ্ধতিতে পদক্ষেপ নিতে হয়। যেমন,-
(বিঃদ্রঃ- পর্যায়ক্রমে লিখা হবে।)