৩ এপ্রি, ২০১৯

পাঁচ সংখ্যার মানুষ হয় বাকপটু, মেধাবী, সতর্ক ও চঞ্চল।


পাঁচ সংখ্যার মানুষেরা সকল কাজে দক্ষ এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন। তীক্ষ্ণ মেধা, ধীশক্তি এবং সংবেদনশীল। যেকোন পরিবেশে উপস্থিত বুদ্ধির বলে সহজেই নিজের সম্মান প্রতিষ্ঠা করতে পারে। সুনাম অর্জন করতে পারে। দ্রুতগতিতে ক্ষমতার উচ্চ শিখরে উঠতে চায়। জ্ঞানী-গুণীর সান্নিধ্য লাভ করে। বুদ্ধিমান, বাস্তববাদী, বাকপটু, ধৈর্য্যশীল, সতর্ক, চঞ্চল, চতুর, যুক্তিবাদী, অনেক সময় অযথা চিন্তা করে। নানাভাবে জীবনকে দেখে। সব কাজে একসঙ্গে হাত দিতে চায়। কোনটা আগে শেষ করবে বুঝে উঠতে পারবেনা।

তারা আদর্শবাদী, পরিবর্তনশীল, বহু বিষয়ে পণ্ডিত, প্রশাসনিক বিষয়ে দক্ষ, শাসন শূণ্য, পরিষ্কার দর্শন শক্তির অধিকারী এবং সত্যকে তাড়াতাড়ি আঁকড়ে ধরতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সাহসী, জ্ঞানী, বাস্তববাদী। কম পরিশ্রমে বেশি রোজগারের পথে যায়। মগজ পরিকল্পনায় পূর্ণ। সময় বুঝে এগিয়ে যেতে পারে। তারা সুবিচার, সহানুভূতি, বৃহৎ হৃদয় আবিষ্কারের প্রতীক। মুক্তমনা মুক্ত হৃদয়ের অদিকারী। সবকিছুতে স্বাধীনতা চায়। অনুসন্ধানী, দ্রুত গতি পছন্দ, আন্দোলন ভালবাসে। প্রত্যেক নতুন পরিচয়ে আনন্দ পায়। বন্ধুত্ব স্থায়ী হয়না। তারা তখন ভাল- যখন ভাল যায়

তীক্ষ্ণ বুদ্ধি, প্রভূত প্রতিভা, মিঠেকড়া কথাবার্তা এবং অধরের মিষ্টি হাসির জন্য তারা সহজেই অপরের উপর কর্তৃত্ব করতে পারে। ঘাত-প্রতিঘাত, জয়-পরাজয়, হাসি-কান্না, প্রাপ্তি-বঞ্চনা ইত্যাদির সমন্বয়ে গড়ে উঠে তাদের জীবন। অত্যন্ত ভাবপ্রবন বলে মাঝে মধ্যে নেতিয়ে পড়লেও যেকোন প্রকার ঝুঁকি নিতে তাদের তুলনা নেই। তারা সবার আগে এগিয়ে যেতে পারে। সবার মধ্যে থেকেও তারা উজ্জ্বল থাকে। সবার প্রিয় হতে পারে। আবার শাসনও করতে পারে। ছোট বড় সব কাজে আগ্রহী। নিত্য নতুন পরিকল্পনায় পঁটু। হঠাৎ কিছু করার প্রবনতা আছে। প্রানের মায়াও ত্যাগ করতে পারে। প্রয়োজনে বিপ্লবের আগুনও জ্বালতে পারে

তাদেরকে বলা যেতে পারে ভালর ভাল, মন্দের মন্দ। সহজেই তারা মিষ্টি কথায় গলে যেতে পারে। কারো চোখের পানি সহ্য করতে পারেনা। অপরের জন্য সব বিলিয়ে দিতেও তারা প্রস্তুত। তাদের চোখে মুখে একটা বিশেষ আকর্ষনী শক্তি আছে। বিপরীত লিঙ্গ থেকে বিপদের সম্ভাবনা বেশি। গৃহে সুখের অভাব হতে পারে। দাম্পত্য জীবনে সুখি হওয়া কঠিন। বাহিরে সুনাম থাকতে পারে। ঘর থেকে বাহির ভাল এইরূপ মানসিকতা থাকতে পারে

ভালবাসায় অন্ধ, শিশুর মত চপল, মেজাজী, সহজ সরল মিশুক। নিজের বুদ্ধি দ্বারা সাহায্য করতে পছন্দ করে। ভ্রমনে আগ্রহী। বন্ধুবান্ধব প্রিয়। কথা রক্ষা করার চেষ্টা করে। নতুন বৈচিত্র্যময় সবকিছু পছন্দ। কর্মস্থল, খাদ্য, রাজনীতি বা যেকোন বিষয়ে বৈচিত্র্যতা চায়

সহজেই বন্ধুত্ব করতে পারে, ভাবপ্রবন, রোমান্টিক প্রেমিক কামনাপ্রবন। প্রেমের ব্যাপারে স্বার্থত্যাগ করলেও একসঙ্গে একাধিক ভালবাসায় জড়িয়ে পড়তে পারে। চটকরে রেগে ওঠে এবং নিজের সমালোচনা শোনতে পারেনা। তাদের মনের বিশালতার সুযোগ অনেকেই নিয়ে থাকে। আধ্যাত্মিক জীবনে তারা খাঁটি মানুষ। ভ্রমনে বিশেষ আনন্দিত হয়। বহু বিষয়ে তাদের জ্ঞান থাকতে পারে। পাঁচ সংখ্যার মানুষের মন্দদিক- মূর্খতা, বাচাল, রহস্যকারী, উন্মাদ, সুদখোর হীনবৃত্তি

সবুজ, চকচকে সাদা, রূপালী এবং যেকোন হাল্কা রং শুভ। ঘোর রং বর্জন করা উচিত। প্লাটিনাম রূপার অলঙ্কার শুভ। শুভরত্ন- হীরা, সবুজ জেড, পান্না বা শ্বেতপ্রবাল। মূল- বৃদ্ধদারকের মূল
জিহ্বা বা বাক সমস্যা, উন্মাদনা, পিত্ত, ত্বক, গুহ্যপ্রদেশ, হৃদরোগ, রক্তচাপ, জণ্ডিস, যক্ষা, অনিদ্রা, স্নায়ুবিক দূর্বলতা, স্নায়ুপ্রদাহ বা পক্ষাঘাত রোগের সম্ভাবনা। মধ্যম আকৃতি, শ্যামবর্ণ, পদ্মনেত্র, রজঃগুণ প্রধান, বাত-পিত্ত-কফ প্রকৃতি, সম, সর্ব রস প্রিয়। উত্তর দিক শুভ

গণিত, সাহিত্য, বিজ্ঞান, জ্যোতিষ, নাটক, শিল্প, সঙ্গীত প্রভৃতিতে ভীষন টান। অভিনয়, সম্পাদনা, শিক্ষকতা, রাজনীতি, আইন পেশা, সেলসম্যান, প্রুফরিডার, কেরানী, প্রচারক, দালাল, চিকিৎসক, নার্স স্টেশনারী দ্রব্য বিক্রয়কারী হিসেবে ভাল করতে পারে। শেয়ার, ফাটকা, জুয়া প্রভৃতিতে জড়াতে পারে। লেখক হিসেবে ভাল। বানিজ্যেই ভাল করে। কর্মক্ষেত্রে তাদের উন্নতিকে কেউ রোধ করতে পারবেনা। কর্মের পরিবর্তন হবেই। দ্রুত ধনার্জন করতে চাইবে। তবে, অর্থাভাব না থাকলেও সঞ্চয় করা কঠিন

মিথুন রাশির পাঁচ সংখ্যার লোকেরা- আদর্শবাদী, চিন্তাবিদ, পণ্ডিত, ব্যবসায়ী পরিবর্তনশীল জীবনের অধিকারী। দ্রুত সিদ্ধান্ত গ্রহনকারী, সর্ববিষয়ে জানতে আগ্রহী, কর্মজীবনে হঠাৎ বিস্ময়কর ফল লাভ করে। সকল কাজে অংশগ্রহন করার ইচ্ছা, কিন্তু সব কাজে সাফল্য আসবেনা। শ্রেষ্ঠতাভিলাষী, স্পষ্টভাষী, পরহিতৈষী, সমালোচক, গীতবাদ্যানুরক্ত, সাহসী, পরিশ্রমী, বিদেশ গমনে আগ্রহী। অর্থভাগ্য মিশ্র, স্বীয় বুদ্ধিতে অর্থলাভ, গুপ্তশত্রু বা অধীনস্থরা ক্ষতির চেষ্টা করবে। শিঃরপীড়া স্নায়বিক দূর্বলতা দেখা দিতে পারে

কন্যা রাশির পাঁচ সংখ্যার লোকেরা- সংবেদনশীল, সহজে বন্ধুলাভকারী, তীক্ষ্ণবুদ্ধি মর্যাদা সম্পন্ন। সুবিচারযুক্ত, সতর্ক, চঞ্চল, হৃদয়বান, সত্যবাদী, স্বচ্ছ দর্শনশক্তি, দৃঢ়মনা, কর্তব্যনিষ্ঠ, প্রবঞ্চনার বিরোধী, আবিষ্কারক, অর্থলিপ্সু, সৎস্বভাবযুক্ত, গুরুজনের হিতকারী, রোমান্টিক সাহিত্য অপেক্ষা দর্শন বিজ্ঞানে আগ্রহী। বিপরীত লিঙ্গের বন্ধুত্ব সহজে লাভ হলেও তা অনেক সময় স্থায়ী নাও হতে পারে। সৎ সরল হলেও মাঝে মাঝে কৌশলের আশ্রয় নিবে। বিবাহিত জীবন বিড়ম্বিত হতে পারে। সাংসারিক শান্তি বিঘ্নের সম্ভাবনা। চক্ষুঃরোগী, যকৃত, পাকাশয় প্লীহার কাজ স্বাভাবিক নাও হতে পারে

যাদের জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা কিংবা নামসংখ্যা , তারা সকলেই সংখ্যার প্রভাবাধীন মানুষ। অর্থাৎ যাদের জন্ম যেকোন ইংরেজি মাসের , ১৪ কিংবা ২৩ তারিখে তারা সংখ্যার মানুষ।  ২২শে মে থেকে ২০শে জুন পর্যন্ত সংখ্যা সক্রিয় থাকে। এই সময় জন্মগ্রহনকারীর রাশি মিথুন। ২৩শে আগস্ট থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত সংখ্যা নিষ্ক্রিয় থাকে। এই সময় জন্মগ্রহনকারীর রাশি কন্যা। গ্রহ বুধ।  তবে আষাঢ় আশ্বিন মাসের উক্ত তারিখগুলিতে (যেকোন ইংরেজি মাসের , ১৪ ২৩ তারিখে) জন্মগ্রহনকারীর উপর সংখ্যার প্রভাব বেশি থাকে

যারা তাদের নিজেদের, প্রিয়জনদের কিংবা নিকটজনদের জন্মদিনেরসংখ্যা এবং জন্মতারিখেরসংখ্যা জানেননা তারা নাম বিশ্লেষন করে সংখ্যা নির্ণয় করে নিতে পারেন। জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা এবং নামসংখ্যা নির্ণয় পদ্ধতি এখান থেকে জেনে নিতে পারেন