আমার সম্পর্কে

নিরায়ণ তথা প্রাচ্য ও সায়ন তথা পাশ্চাত্য জ্যোতিষের বিভিন্ন শাখায় নিরলস পড়াশুনা, গবেষণা, চর্চ্চা পেশায়  ৪৬ বছরের  অভিজ্ঞ  জ্যোতিষীহস্তরেখাবিদসংখ্যাতাত্ত্বিকরত্নবিশারদ- শহিদুল ইসলাম মৃধা 




অভিজ্ঞতা, মেধা, গবেষণা, অনুশীলন কৌশল ও পেশাগত সততার যথাযোগ্য মর্যাদা ও স্বীকৃতি স্বরূপ এশীয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এবং বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রলজার্স ফেডারেশনের পক্ষে তকালীন (১মার্চ ১৯৯২) জাতীয় সংসদে বিরোধীদলীয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত জ্যোতিষরত্নউপাধির সনদপত্র নিজ হাতে প্রদান করেন- শহিদুল ইসলাম মৃধাকে
 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত জ্যোতিষরত্ন উপাধির সার্টিফিকেট।



১৯৮৮ সনের ২৯ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপী থার্ড এশীয়ান এস্ট্রলজার্স কনফারেন্স নামক আন্তর্জাতিক জ্যোতিষী সম্মেলনে অংশগ্রহনের সার্টিফিকেট।


১৯৯২ সনের ২৮ ফেব্রুয়ারী থেকে ৩দিন ব্যাপী ফিফথ্ এশীয়ান এস্ট্রলজার্স কনফারেন্স নামক আন্তর্জাতিক জ্যোতিষী সম্মেলনে অংশগ্রহনের সার্টিফিকেট।



১৯৮৮ সনে বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রলজার্স ফেডারেশনের মেম্বারশীপ সার্টিফিকেট।


বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত রাশিফল ও জ্যোতিষ বিষয়ক গবেষণামূলক লেখার জন্য উচ্চ প্রশংসিতবহু আন্তর্জাতিক জ্যোতিষীসম্মেলনে অংশগ্রহনকারীদেশীয় ও আন্তর্জাতিক সমস্যাগ্রস্থ, বিক্ষুব্দ, উত্তপ্ত ও অনিশ্চিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ভৌগলিক ও প্রাকৃতিক পরিস্থিতিসহ আন্তর্জাতিকসংস্থা, গুরুত্বপূর্ণচুক্তি এবং দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণব্যাক্তি সম্পর্কে ৯৯% ভাগ পর্যন্ত সফলতার রেকর্ডসহ সম্ভাবনা বিশ্লেষকভাগ্য গনণায় বিশ্বাস করিনা, বিশ্বাস করি মানুষ নিজেই ভাগ্য গড়েজ্যোতিষ সম্পর্কে জানতে আরও দেখুন-

https://shahidmridha.wordpress.com/
https://www.facebook.com/shahidmridhabd