৯ এপ্রি, ২০১৯

ছয় সংখ্যার মানুষ হয় শান্তিপ্রিয়, বিলাসী, প্রেমময় ও শিল্পমনা।


তারা শুভবুদ্ধি সম্পন্ন, ধীরস্থির, ঝগড়া-বিবাদ পছন্দ করেনা বা সহজে বিবাদে জড়াতে চায়না, শান্তির জন্য ত্যাগ স্বীকার করতে জানে অর্থাৎ যেকোন মূল্যে শান্তি কিনতে প্রস্তুত। ভাববিলাসী, স্বপ্নের জগতে থাকতে চায়, বিপরীতলিঙ্গের সঙ্গে সম্পর্ক নিবির। প্রেম-ভালবাসায় আকর্ষন প্রবল। সূক্ষ্মরুচিবোধ, ভোগ, কামনা, বাসনা যেমন আছে, তেমনি আছে সম্পদ, ঐশ্বর্য আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন। আছে ভদ্রতা, কেতাদুরস্ত আদব কায়দা বিলাসিতার প্রতি আকর্ষণ। বিজ্ঞান, ভূতত্ব, বিভিন্ন শাস্ত্র অধ্যয়নে অদম্য স্পৃহা আছে। একাধিক বিপরীত লিঙ্গের সঙ্গে যৌনক্ষুধা মেটানোর চাতুরী জানা আছে। সমাজে আনন্দই তার একমাত্র নেশা। কল্পনাই তার নিত্য সঙ্গী। ছন্দময় লঘু সঙ্গীতের ভক্ত। নিজের প্রতি অন্যকে আকর্ষণ করার ক্ষমতা প্রবল। অন্য সংখ্যার লোকেরা সহজেই তাদের প্রেমে পড়ে। তারা নিজেরাও সুন্দরের প্রতি আকর্ষিত হয়। পবিত্রতা সুগন্ধ দ্রব্য তাদের পছন্দ, অম্লরস তাদের প্রিয়, তারা সুজন শাষ্ত্রজ্ঞ

অপ্রত্যাশিত বা হঠাৎ পরিবর্তন পছন্দ করেনা। ছবি, গান, উজ্জ্বল বর্ণ, সুন্দর সাজানো বাড়ী নিয়ম শৃঙ্খলা ভালবাসে। বিশ্বস্ত, অপরিবর্তনীয়, সহজেই অন্যকে বন্ধু বানাতে পারে। বিশিষ্ট ব্যক্তিত্ত্বের প্রতীক। জীবন যখন শান্ত স্বচ্ছন্দে চলে তখন খুব খুশি হয়। শান্ত প্রফুল্ল মেজাজ, অসীম ধৈর্য। দূরদৃষ্টি দিয়ে জীবনের ভারসাম্য রক্ষা করতে পারে। তারা জটিল, বিরক্তিকর এবং অসাধ্য হলেও মহান দ্বায়িত্বপূর্ণ কাজের বোঝা কাঁধে নেয়। তারা বর্তমান ভবিষ্যতে পুনঃ পুঃন যাতায়াত করে। অতীত চিন্তা করতে তারা আনন্দ পায়। অতীতের ফেলে আসা ঘটনা থেকে তারা সুস্বাদ গ্রহন করে। তারা কাউকে ঈর্ষা করেনা এবং নিষ্কাম ভালবাসা তাদের কাম্য। তারা আশাতে কখনও নিরাশ হয়না এবং ইহাই তাদের উত্তম বন্ধু। টাকা থাকলে বন্ধুদের জন্য খরচ করে। তারা সহানুভূতিশীল সাথীর প্রয়োজন বোধ করে। তারা শেষ পর্যন্ত উপলব্দিবোধকে অভিনন্দন জানায় যা তারা করতে পারে বা না পারে। আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং কর্তব্য পালনে খুবই সচেতন। যে কারনে তাদের বন্ধুত্ব বিশ্বস্ততা চিরস্থায়ী হয়

মানবজীবনে সৌন্দর্যবোধ জেগে উঠে ছয় সংখ্যার ভেতর দিয়ে। সূক্ষ্মরুচি তার সঙ্গে সম্মান, প্রেম-প্রীতির বিপুল আলোড়ন সৃষ্টি করে চলে ছয় সংখ্যা। ভোগ-বিলাস ভালবাসার স্বর্গীয় ইশারা খুঁজে পাওয়া যায় ছয় সংখ্যার ভেতর। সৌন্দর্য্যের দেবী, যৌবনের দীপ্ত প্রতিমূর্তি, চিরন্তনের প্রতীক, গুপ্ত বিদ্যা, সাহিত্য, কাব্য, নাটক, নৃত্য, গীতের অধিকর্তা শুক্র ছয় সংখ্যার উপর কর্তৃত্ব করে। জীবনকে ভরপুর রূপে উপভোগ করতে জানে তারা। তারা সংকল্পে অটল, কর্মে দৃঢ়, নিপুন শিল্পী, ভোজন বিলাসী প্রেমময়। তারা ভালবাসেন- কাজ করতে, গান শুনতে, ছবি আঁকতে, প্রেমের উপন্যাস পড়তে। ক্ষমা তাদের প্রধান গুণ। তারা সহজেই সকলের সাথে মিশতে পারে। অন্যদের অন্তরে স্থান করে নিতে পারে। একটা ছন্দ লয়ের ভেতর দিয়ে তারা সংসার ধর্ম পালন করে। তারা স্বার্থহীন, অল্পে তুষ্ট। তবে যাদের জন্মছকে শুক্র অশুভ থাকে- তারা হতে পারে লম্পট, বেশ্যাসক্ত, পরদারলোভী, নষ্ট অসৎ প্রকৃতির

তারা রজোগুন প্রধান কফ প্রকৃতি বিশিষ্ট হওয়ায় চমকপ্রদ সুস্বাস্থ্যের অধিকারী। নারীদের শরীর লম্বা, সুশ্রী, চক্ষুদয় সুন্দর, উজ্জ্বল, মুগ্ধকর প্রলুব্ধ করে এমন সুন্দর এবং সাহসী হয়। তবে কেউ কেউ বা কখনো কখনো সর্দি, কাশি, জ্বর, নাক, কান, কন্ঠ, হৃদয়, ফুসফুস, আন্ত্রিক ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও তাদের যৌন বা শুক্রজনিত রোগ হতে পারে।
 
তারা অভিনেতা-অভিনেত্রী, বিমানচালক, এয়ারহোস্টেজ, কণ্ঠশিল্পী, শিক্ষক, সেলুন বা পার্লার কিংবা মেকআপ সংশ্লিষ্ট কাজ, স্টেজ নির্মাতা, চিকিৎসক স্বর্ণকার হতে পারে

শুভ রং- নীল, গোলাপী সাদা। ফিকে হাল্কা থেকে ঘোর সব রকম নীল শুভ। বর্জনীয় কাল এবং লাল নীলের মিশ্রন। শুভরত্ন- হীরা, স্ফটিক পান্না। শুভধাতু- সোনা প্লাটিনাম

ছয় সংখ্যার মানুষের বৃষ রাশি হলে- শান্তি, সহযোগিতা, সহানুভূতি সদিচ্ছার প্রতীক। সামাজিক উন্নয়ন আনন্দ কাম্য। কোন বিষয় বিলম্বে বোঝে, চিন্তার পরিবর্তে মনের জোরে চলে। সকলের বিশ্বাসভাজন। কলহমুক্ত থাকতে চায়। সৃজনশীল, কঠিন কর্মের প্রতি ঝোক। স্বভাবত ক্রোধী নয়, কিন্তু ক্রোধাম্ভিত হলে থামানো কঠিন। আদর্শবান, অতিথি বৎসল, কর্তব্য সচেতন, স্নেহ ভাবপ্রবন, সর্ব বিষয়ে নিজ মতের প্রাধান্য বিস্তারে তৎপর উচ্চ পদের প্রতি আগ্রহ। হিংস্র জন্তুর ভয়ে ভীত, আত্মীয় বিরোধ যুক্ত, বিদেশে ঝামেলা যুক্ত এবং ঝোঁকের ফলে ভালবাসায় ক্ষতির সম্ভাবনা

ছয় সংখ্যার মানুষের তুলা রাশি হলে- অপর কর্তৃক প্রভাবিত, শান্তি, অনুকম্পা আশানুরূপ ফলের প্রতীক। বন্ধুমহলে প্রসিদ্ধ হলেও দ্বিধাগ্রস্ত অন্যের উপর নির্ভরশীল। কল্পনাপ্রবন, সঙ্গীতপ্রিয়, সহজেই অপরকে বন্ধু করে নিতে সক্ষম। ধৈর্য্য দূরদর্শিতার প্রতীক। জীবনের ভারসাম্য রক্ষা করতে সক্ষম। কোন ব্যাপারে হঠাৎ পরিবর্তন কাম্য নয়। অতীত, বর্তমান ভবিষ্যতের চিন্তায় চিন্তিতঃ। অহিংসা, নিষ্কাম ভালবাসা কাম্য। পেমিক, ভৃত্যাদিতে অনুরক্ত, সূক্ষ্ম বিশ্লেষণ পটু। নম্র মধুর ব্যবহার যুক্ত। কর্মজীবনে প্রতিষ্ঠালাভ সম্ভব। ওয়ারিশ সূত্রে ধন সম্পদ লাভ হয়। বিবাহিত জীবন কলহপূর্ণ। কোমল দেহ বিশিষ্ট। গলা, বুক, হাঁটু, মূত্রাশয়, জননেন্দ্রিয় সংক্রান্ত রোগ হতে পারে

যাদের জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা কিংবা নামসংখ্যা , তারা সকলেই সংখ্যার প্রভাবাধীন মানুষ। অর্থাৎ যাদের জন্ম যেকোন ইংরেজি মাসের , ১৫ কিংবা ২৪ তারিখে তারা সংখ্যার মানুষ। কার্তিক মাসের উক্ত তারিখ গুলিতে জন্মিলে সংখ্যার প্রভাব বেশি থাকে

যারা তাদের নিজেদের, প্রিয়জনদের কিংবা নিকটজনদের জন্মদিনেরসংখ্যা এবং জন্মতারিখেরসংখ্যা জানেননা তারা নাম বিশ্লেষন করে সংখ্যা নির্ণয় করে নিতে পারেন। জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা এবং নামসংখ্যা নির্ণয় পদ্ধতি এখান থেকে জেনে নিতে পারেন