৩০ মার্চ, ২০১৯

চার সংখ্যার মানুষ হয় বাস্তবমুখি ও বুদ্ধিমান।


তারা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে থাকেন, তাদেরকে পরিষ্কার ভাবে বোঝা কঠিন। উল্লেখযোগ্য স্বাতন্ত্রতা বোধের জন্য তাদেরকে গম্ভীর, গর্বিত তীক্ষ্ণ বলে মনে হতে পারে। সাধারন বা ছোট খাট বিষয়ে না জড়িয়ে তারা বৃহত্তর ব্যাপারে মাথা ঘামাতে পারেন। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বা আধ্যাত্মিক জীবনে তারা বিপ্লব আনার চেষ্টা করেন। শ্রমিক আন্দোলন সাংগঠনিক কাজে যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। যেকোন কাজে তাদের দক্ষতার পরিচয় থাকে। বিপাকে পড়লে কৌশলে নিজেকে রক্ষা করতে পারেন, এমনকি নিজেকে পাল্টাতেও পারেন। আর্থিক লেন-দেনে অনর্থক সময়ক্ষেপন করতে পারেন। তাদের প্রতিভা বহুমুখী, চিন্তা সীমাহীন, আশা মাত্রাতিরিক্ত। কুসংস্কার মানেন না। অপরের মতামত গ্রাহ্য করেন না। আত্ম প্রশংসা পছন্দ করেন। নিজের পাওনা ষোল আনা বুঝে নিতে চান।

বাল্যকালেই তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তারা সত্যবাদী, নিয়মানুবর্তী, সহিষ্ঞু, বিশ্বাসী, অনেকটা হিংসুক, সহজে অপরিচিত বা বিদেশীকে বিশ্বাস করেননা। মন্থর গতিতে চলেন। বাহিরের উন্মত্ত্বতা থেকে উদাসীন থাকেন। সাধারনত সুন্দর সরল স্বভাবের। গণ্ডিবদ্ধ ব্যক্তি, অভ্যাসকে পরিবর্তন করতে পারেননা। কোন ব্যাপারই সহজে সোজা ভাবে গ্রহন করতে পারেননা। অসীম দৃঢ় বিশ্বাসে সীমাবদ্ধ হয়ে পড়েন। শিল্পীমনা স্বভাবকে গোপন রাখেন। সহজে ভাবাবেগে দোলেননা। মনের গভীরতা আত্মবিশ্বাস একটু কম হতে পারে। সামাজিক রক্ষনশীল মনোভাবাপন্ন, ধীর, কল্পনাশক্তিহীন বা সবকিছুকে বাস্তব দৃষ্টি দিয়ে দেখেন। সত্যকথা বলেন এবং ক্ষমাহীন সমালোচনা করেন। তবে স্বেচ্চাচারীভাবে সমালোচনা করেননা। অনেক সময় তারা বিনা প্রতিদানেও কিছু কাজ করে থাকেন। জীবনে কোন না কোন সংগ্রাম তারা করেনই

তারা সব শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। নিজের মত চাপাতে চায় সবার উপর। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কর্মপটু। গোপনীয়তা রক্ষা উদ্ভাবনে পারদর্শি। যে কোন অভিযানে উৎসাহী। চিন্তাধারা সতন্ত্র্য স্বাধীন। নিজের অভিজ্ঞতার আলোকে কর্ম পরিকল্পনা করে। ভেবে চিন্তে সিদ্ধান্ত করে

তারা মনকে কেন্দ্রিভূত করতে সক্ষম। সবার জন্য চিন্তা করে, বিশ্বদরদী, গণতান্ত্রিক চিন্তাধারা, বুদ্ধি শাণিত, আইন সংবিধান মেনে চলে। বাস্তবমুখি জীবনযাত্রা। চুলচেরা বিচার বিশ্লেষণে পারদর্শি। চারদিক থেকে আশা আসতে পারে, আবার কখনো নৈরাশও হতে পারে। একগুঁয়ে বলে তাদের কাজ তারা করবেই। মান মর্যাধার ব্যাপারে ততটা সচেতন নয়

রুচিবোধ আকর্ষণীয়। প্রিয়জনপ্রীতি বিস্ময়কর। প্রেমের ক্ষেত্রে ইন্দ্রিয়াতীত ভালবাসা দেহগত প্রেম দুটোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে চেষ্টা করেন। ভালবাসার মানুষটিকে পলকে হারান। আবার মাঝে মাঝে তাকে পেয়েও বিষন্ন হয়ে উঠেন। জীবনে সুখি হওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু পারিবারিক জীবনে সুখি হওয়া কঠিন। বন্ধু-বান্ধব অনেক থাকে এবং তাদের দ্বারা উপকৃতও হতে পারেন। তাদের গুপ্ত শত্রু থাকে। শত্রু সর্বদা সক্রিয় থাকলেও সহসা তাদের ক্ষতি করতে সক্ষম হয়না

বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, আইনবিদ্যা, অভিনয়, রাজনীতি এবং ব্যবসা-বানিজ্যে আগ্রহী হতে পারেন। কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কয়লা, লোহা, চামড়া, খনিবিদ্যা, ভূ-বিদ্যা, কৃষিকর্ম, সূদের কারবার, সরকারী কাজ বা ব্যবসা পছন্দ হতে পারে। চাকুরীতে উন্নতি হয় বেশি বয়সে। ব্যবসা বানিজ্যে প্রখর দৃষ্টিশক্তি। সঞ্চয়ের স্পৃহা আছে। আর্থিক সাফল্য অপেক্ষাকৃত ধীর হতে পারে। অর্থের প্রতি লোভ আছে, আছে কামনা বাসনা লালসা ভোগ্য বস্তুতে

তারা সুস্বাস্থের অধিকারী তবে কঠোর পরিশ্রমের জন্য স্নায়ু দূর্বল হতে পারে। তাদের পাকস্থলী প্রদাহ, পিত্তরোগ, টাইফয়েড, যক্ষা, ডায়াবেটিস, মস্তিষ্ক সম্পর্কিত রোগ, রক্তচাপ, হতাশা, বিষন্নতা, দাঁতের রোগ বা চর্মরোগ প্রভৃতি কোন সমস্যার সম্ভাবনা

যারা যেকোন ইংরেজি মাসের , ১৩, ২২ ৩১ তারিখে জন্মেছেন কিংবা যাদের নামের একক সংখ্যা তাদের জীবনে সংখ্যার প্রভাব ক্রিয়াশীল। বিশেষকরে যারা ২২ শে জুলাই থেকে ২২ শে আগস্টের মধ্যের উক্ত তারিখ গুলিতে জন্মেছেন তাদের জীবনে সংখ্যার প্রভাব আরো তীব্র থাকে। এটি ইউরোনাসের প্রতীক। যেটি হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার জন্মদেয়

তাদের শুভ রত্ন- চূনী অথবা স্টার রূবী। শুভ ধাতূ- স্বর্ণ তামা। শুভ রং- সোনালী, হলুদ, কমলা, ধূসর, নীল বহু রংয়ের মিশ্রন। গুরুত্বপূর্ণ বা কার্যকরী সংখ্যা- , , ৭। শুভ সংখ্যা- ১। সবচেয়ে শক্তিশালী সংখ্যা। সংখ্যা আকৃষ্ট করবে। অশুভ সংখ্যা- ৮। বর্জন করা উচিত। শুভ তারিখ- , ১০, ১৯ ২৮ যে কোন ইংরেজি মাসের। অশুভ তারিখ- , , ১৩, ১৭, ২২, ২৬ ৩১ যে কোন ইংরেজি মাসের। শুভ দিন- রবিবার। অশুভ দিন- শনিবার

যারা তাদের নিজেদের, প্রিয়জনদের কিংবা নিকটজনদের জন্মদিনেরসংখ্যা এবং জন্মতারিখেরসংখ্যা জানেননা তারা নাম বিশ্লেষন করে সংখ্যা নির্ণয় করে নিতে পারেন। জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা এবং নামসংখ্যা নির্ণয় পদ্ধতি এখান থেকে জেনে নিতে পারেন