২৭ সেপ, ২০১৮

এক সংখ্যার মানুষ হয় ব্যক্তিত্বসম্পন্ন।


তাকে ধীরস্থির গম্ভীর মনে হলেও দ্রুত সিদ্ধান্ত নিতে জানে, কর্মে সক্রিয়, তেজী, নির্ভীক, পরাক্রমশালী, আত্মবিশ্বাসী, অহংকারী, চতুর, বাস্তববাদী এবং উচ্চাকাঙ্খী। উচ্চাকাঙ্খা বাস্তবায়নে সচেষ্ট থাকে। সহজে হার স্বীকার করেনা। মনোবল প্রচুর বলে ভয় পেয়ে পিছু হটেনা। প্রবল বিপর্যয়ের মধ্যেও ধীরস্হিরভাবে কুটিল বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারে। অন্যকে বোকা বানাতে পারে। নিজের অবস্থান দৃঢ় করার জন্য যা করা দরকার করতে পারে। চেহারায় আকর্ষনীয় শক্তি থাকায় সহজেই অন্যেরা আকৃষ্ট হয়। ব্যক্তিত্বসম্পন্ন বলে সবসময় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। কথাবার্তায় শানিতভাব প্রকাশ পায়। নিজের ঢোল নিজে পেটায়। চাটুকাররা মন জয় করতে পারে। কোন কাজ কখন করতে হবে তা বুঝে। সব বিষয়ে সূক্ষ্ম দৃষ্টি রাখে। একরোখা স্বভাবের জন্য নিজের পছন্দমত না হলে কারও কথা শুনেনা। সব বিষয়ে সবার উপর কর্তৃত্ব করতে চায়। কারো অধীনে থাকা পছন্দ নয়। যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। হঠাৎ রেগে যাওয়ার প্রবনতা আছে

সাংগঠনিক দক্ষতা থাকায় অন্যকে পরিচালনা করা, নেতৃত্ব দেয়া এবং বড় বড় পরিকল্পনা চিন্তাধারার জন্য জনমনে প্রাধান্য বিস্তার করতে পারে। সম্মান এবং উচ্চপদও পেতে পারে। আবার নিজেই সব ভাল বুঝে এই খামখেয়ালীর জন্য অনেক সময় মাশুলও দিতে হতে পারে। গ্রহ অশুভ কালে বড় ধরনের পতনও ঘটতে পারে। দীর্ঘস্থায়ী কাজে মন না দিয়ে যেকোন মূহুর্তে কাজে উৎসাহী। উদারতা, মানবতা, বিচক্ষণতা, ন্যায়পরায়নতা, ধর্মভীরুতা এবং প্রতিভা যেমন আছে; তেমনি ক্রুরতা, নিষ্ঠুরতাও অসম্ভব নয়

ভ্রমনে সদা উৎসুক বলে বন, জঙ্গল, শহর বিদেশ ভালবাসে। সন্তানদের প্রতি স্নেহপ্রবন। ভাবপ্রবনতা থাকলেও বাস্তবতার বাইরে যায়না। প্রেমের ব্যাপারে কোন চিন্তা না করেই হৃদয় দিতে পারে। আবার সামান্য আঘাতে ভালবাসার মানুষটিকে চিরতরে ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনা। কারো ক্ষেত্রে একাধিক প্রেমে জড়িয়ে পড়াও অসম্ভব নয়

হৃদরোগ, রক্তচাপ, মাথায় রক্তক্ষরণ, চোখের রোগ, চুল উঠা প্রভৃতি রোগ তালিকায় আছে। সোনালী, হলুদ বহু রংয়ের মিশ্রন শুভ। চুনী (Ruby), অ্যাম্বার বা টোপাজ সৌভাগ্যদায়ক রত্ন। স্বর্ণ শুভ ধাতূ

যেকোন ইংরেজি মাসের , ১০, ১৯ ২৮ তারিখে যাদের জন্ম তারা সংখ্যার লোক
যারা তাদের নিজেদের, প্রিয়জনদের কিংবা নিকটজনদের জন্মদিনেরসংখ্যা এবং জন্মতারিখেরসংখ্যা জানেননা তারা নাম বিশ্লেষন করে সংখ্যা নির্ণয় করে নিতে পারেন। জন্মদিনেরসংখ্যা, জন্মতারিখেরসংখ্যা এবং নামসংখ্যা নির্ণয় পদ্ধতি এখান থেকে থেকে জেনে নিতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷