৫ মার্চ, ২০১৭

রত্নবিদ্যা সম্পর্কে হাদীস


হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, যে ব্যাক্তি জমরূদ পাথরের কিংবা আকীক পাথরের আংটি পরিবে অথবা সঙ্গে রাখিবে, সে কখনও দরিদ্র হইবেনা সর্বদা প্রফুল্ল মনে কাল যাপন করিবে


হযরত সালমান ফারসী(রাঃ) হইতে হযরত রসূল(সাঃ) এর এইরূপ ১০টি হাদীস বর্ণিত হইয়াছে, যদ্বারা মানুষ ধনী সৌভাগ্যশালী হইতে পারে তন্মধ্যে প্রথম দুইটি- () মাতা-পিতার সহিত সদ্ব্যবহার করা () আকীক পাথরের আংটি আঙ্গুলে পরিধান করা

হাদীস সূত্রঃ- নেয়ামূল কোরআন-৫৩ পৃষ্ঠা, দ্বাবিংশ সংস্করণ, রহমানিয়া লাইব্রেরী, ঢাকা